দেখালি কুদরতের আজব কারখানা

দেখালি কুদরতের আজব কারখানা বাবা মাওলানা, দেখালি কুদরতের আজব কারখানা।। তোমার ভালবাসার লাগি কত আলেমগণ, ফিরে পাগলের মতন। শান মান ত্যাগ করি তোমার প্রেমে হয় ফানা।। জ্ঞানীগণে জ্ঞান হারাইল, ধনী গণে ধন, লাগি তোমার দরশন। ভিখারী হইল ধনী যে পাইল তোর আস্তানা।। আউলিয়া দরবেশ যত, আর তপসী, তোমার ভাবে হইল উদাসী। গৃহ বাড়ি ত্যাগ করি […]

দেখালি কুদরতের আজব কারখানা বাবা মাওলানা,
দেখালি কুদরতের আজব কারখানা।।

তোমার ভালবাসার লাগি কত আলেমগণ,
ফিরে পাগলের মতন।
শান মান ত্যাগ করি তোমার প্রেমে হয় ফানা।।

জ্ঞানীগণে জ্ঞান হারাইল, ধনী গণে ধন,
লাগি তোমার দরশন।
ভিখারী হইল ধনী যে পাইল তোর আস্তানা।।

আউলিয়া দরবেশ যত, আর তপসী,
তোমার ভাবে হইল উদাসী।
গৃহ বাড়ি ত্যাগ করি তোমার প্রেমে হয় ফানা।।

তোমার অপূর্ব শান দেখলে নয়নে,
প্রাণে ধৈর্য না মানে।
মনে কয় তোর দাসী হইয়া পুরাই মনের বাসনা।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

দেখালি কুদরতের আজব কারখানা