দিল দরিয়ায় ঢেউ উঠেছে হওরে মাঝি সাবধান!
পড়ল তরী বিষম পাকে ছুটিয়াছে ঘোর তুফান।
এই তরঙ্গে সামনে পড়ি, ডুবিয়ে গেছে কত তরী।
এবার বুঝি ভাসায়ে নেবে সারা জমীন আসমান।
বিদ্যা বুদ্ধি যত ইতি, কোরান কেতাব শাস্ত্রনীতি।
নরকের ভয় স্বর্গ আশা হয়ে যাবে ভাসমান।
ধন জনের যতই আশা, স্ত্রী পুত্রের ভালবাসা।
এক লহরে হয়ে যাবে এই জীবনের অবসান।
যত ইতি হবে পণ্ড, দেখিবে প্রলয় কাণ্ড।
সময় থাকতে জড়িয়ে ধর মাওলাধনের পাক দামান।
প্রেম বানা উড়াইয়ে, গাউস নামের পাল খাটাইয়ে।
করিমে কয় বাইয়ে চল মাওলা নামের দারখান।