তোরা বলে দেগো প্রাণ সখি, বন্ধু বিনে কিসে জীবন রাখি।
আমার কুলমান সকলি গেল, জীবন যাবার নাই আর বাকি।।
একে প্রেম বিচ্ছেদের জ্বালা,
ঘরে ননদিনির জ্বালা,
কত জ্বালা আর সয়ে থাকি,
আমার দিন যামিনী কলঙ্কিনী বলে নন্দ পোড়ামুখি।।
বন্ধু আমার নয়নমণি,
পলকে প্রলয় গণি,
নয়নে নয়নে তারে রাখি।
তারে দেখলে তরি নয়ত মরি, বন্ধু সুখে আমি সুখি।
দেখা পাবে আশা করি,
কত দে অকুলে পারি,
তার সনে হলনা মাখামাখি।
রমেশ কয় শেষ দিনের জন্য তারে এত ডাকাডাকি।