তোরা চিনলিনা তারে আখেরি জামানার গাউস খেলে ভাণ্ডার।
রহমতের ভাণ্ড নিয়ে ভাণ্ডারে এসেছে।
কলির পাপী ত্বরাইতে আর কি বান্ধব আছে।
ভয় ভাবনা ত্যাগ করিয়ে প্রেম দরবারে যাও।
রিক্ত হস্তে কেউ ফিরে না, দুই হাত তুইলে চাও।
শ্রদ্ধা ভক্তি কইরে দেখ মহিমা বাবার।
এক পলকে কইরে দিবে ভবসিন্ধু পার।
রমেশ কয় বাবা মইরেছে যদি মনে লয়।
আউলিয়া মইরেছে বলে কোন পাগলে কয়।