তোমার লাগি হইলাম জগতের

তোমার লাগি হইলাম জগতের বৈরী বাবা ভাণ্ডারী।। তোমার প্রেমের ফান্দে পরি গেল কুলমান, কত হইলাম অপমান। সমাজের বাহির হইলাম ভাই বন্ধু সব গেল ছাড়ি।। তোর কারণে সইরে কত লোকের যন্ত্রণা, তবু তোর কৃপা হইল না। পাইতাম তোমার ভালবাসা দুঃখ যাইত পাশরী।। দেখলে তোমার চন্দ্রমুখ হরষিত মন, যদি তোর পাইতাম দরশন। লতিফে কয় প্রেম ডোরে রাখিতাম […]

তোমার লাগি হইলাম জগতের বৈরী বাবা ভাণ্ডারী।।

তোমার প্রেমের ফান্দে পরি গেল কুলমান,
কত হইলাম অপমান।
সমাজের বাহির হইলাম ভাই বন্ধু সব গেল ছাড়ি।।

তোর কারণে সইরে কত লোকের যন্ত্রণা,
তবু তোর কৃপা হইল না।
পাইতাম তোমার ভালবাসা দুঃখ যাইত পাশরী।।

দেখলে তোমার চন্দ্রমুখ হরষিত মন,
যদি তোর পাইতাম দরশন।
লতিফে কয় প্রেম ডোরে রাখিতাম বন্ধি করি।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

তোমার লাগি হইলাম জগতের