তার ঘরে থাকা বিষম দায়
প্রেমের বাতাস লাগলোরে যার গায়।
ও তার জীবন মরণ সমান কথা কুল ধর্ম সব হারায়।।
যারে প্রেম নিশায় ধরে,
গৃহ বাড়ী পুত্র নারী সকল পাশরে,
সে ফুলের রেণুর শয্যা করে শুইলে অঙ্গ না জুড়ায়।।
যে জন প্রেমে মজেছে,
প্রেমের মরা মরে আগে অমর হয়েছে,
সে লোক লজ্জা পায় ঠেলেছে কলঙ্কের বোঝা মাথায়।।
রমেশ বলে শুন বন্ধুগণ,
আমার বাবা মাইজভাণ্ডারী প্রেমের মহাজন।
ভক্তি ভাবে করলে সাধন অধম চাঁদকে ধরা যায়।।