তাঁরে চিনতে হলো বিষমদায়

তাঁরে চিনতে হলো বিষমদায়, ভাল করে পড়তে হবে প্রেমের মাদ্রাসায়।। নবুয়তের শেষ মাদ্রাসা মদিনা শহর, সেই মাদ্রাসায় পড়ায় বসি খায়রুল বশর। সেই মাদ্রাসায় ভর্তি হলে মুসলমান বলা যায়।। বাগদাদ শহরে এক মাদ্রাসা উত্তম, সেই মাদ্রাসায় পড়ায় বসি গাউসুল আযম। সেই মাদ্রাসা পাশ করিলে কুতুব আবদাল সনদ পায়।। আজমীর শহরে এক মাদ্রাসা জারী, সেই মাদ্রাসায় পড়ায় […]

তাঁরে চিনতে হলো বিষমদায়,
ভাল করে পড়তে হবে প্রেমের মাদ্রাসায়।।

নবুয়তের শেষ মাদ্রাসা মদিনা শহর,
সেই মাদ্রাসায় পড়ায় বসি খায়রুল বশর।
সেই মাদ্রাসায় ভর্তি হলে মুসলমান বলা যায়।।

বাগদাদ শহরে এক মাদ্রাসা উত্তম,
সেই মাদ্রাসায় পড়ায় বসি গাউসুল আযম।
সেই মাদ্রাসা পাশ করিলে কুতুব আবদাল সনদ পায়।।

আজমীর শহরে এক মাদ্রাসা জারী,
সেই মাদ্রাসায় পড়ায় বসি খাজা আজমীরি।
সেই মাদ্রাসা পাশ করিলে বিনা তারে টেলি পায়।।

শেষ জামানার বড় মাদ্রাসা মাইজভাণ্ডার মাঝার,
সেই মাদ্রাসায় পড়ায় বসি গাউসে মাইজভাণ্ডার।
সেই মাদ্রাসায় ভর্তি হলে কুলমান সব হারায়।।

গাউসুল আযম মাওলাধনের কি অপূর্ব শান,
বে জ্ববানে পড়ায় বসি হাদিস কোরান।
সেই মাদ্রাসা পাশ করিলে খোদা রসূল চিনা যায়।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

তাঁরে চিনতে হলো বিষমদায়