ডাকতে ডাকতে জীবন গত

ডাকতে ডাকতে জীবন গত জান ফত হয় যার কারণে, পাষাণ হলেও গলে যেত দয়া নাই বন্ধুয়ার মনে। যেজন যাহারে ডাকে, সে তার জন্য চেষ্টায় থাকে, তার প্রতি নজর রাখে বলে সাধু দরবেশগণে। এত করি ডাকাডাকি জবাব দেয়না কাছে থাকি, আর কেমনে ধৈর্য রাখি, প্রাণ বন্ধুয়ার অদর্শনে। আশেক হলে মাশুক পাবে, এই কথা কি মিথ্যা হবে, […]

ডাকতে ডাকতে জীবন গত জান ফত হয় যার কারণে,
পাষাণ হলেও গলে যেত দয়া নাই বন্ধুয়ার মনে।

যেজন যাহারে ডাকে, সে তার জন্য চেষ্টায় থাকে,
তার প্রতি নজর রাখে বলে সাধু দরবেশগণে।

এত করি ডাকাডাকি জবাব দেয়না কাছে থাকি,
আর কেমনে ধৈর্য রাখি, প্রাণ বন্ধুয়ার অদর্শনে।

আশেক হলে মাশুক পাবে, এই কথা কি মিথ্যা হবে,
জগতে কলঙ্ক হবে, বন্ধুর নির্দয় আচরণে।

লায়লার ভিতর মজনু পায়, ইউসুপের ভিতর জোলেখায়,
রমেশ ভাণ্ডারীর আশায় দিন গত হয় পাইনা কেনে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

ডাকতে ডাকতে জীবন গত