জগতের সুলতান মাওলা

জগতের সুলতান মাওলা জগতের সুলতান। রহমান মনজেলে মাওলার দেখ প্রেমের শান। এই দারুন কলিকালে, পাপী উদ্ধারিবে বলে, প্রেম দরবারে দিল তুলে, তৌহিদের নিশান। অমানুষ মানুষের সাজে, এসে মানুষের সমাজে, রূহানীতে প্রাণের মাঝে, ফয়েজ করে দান। মাওলা ধনের প্রেমের দরবার, সকলের সমান অধিকার, নাই হিংসা নিন্দা জাতের বিচার, কদমে পায় স্থান। রমেশ কয় প্রেম অবতার, উদয় […]

জগতের সুলতান মাওলা জগতের সুলতান।
রহমান মনজেলে মাওলার দেখ প্রেমের শান।

এই দারুন কলিকালে, পাপী উদ্ধারিবে বলে,
প্রেম দরবারে দিল তুলে, তৌহিদের নিশান।

অমানুষ মানুষের সাজে, এসে মানুষের সমাজে,
রূহানীতে প্রাণের মাঝে, ফয়েজ করে দান।

মাওলা ধনের প্রেমের দরবার, সকলের সমান অধিকার,
নাই হিংসা নিন্দা জাতের বিচার, কদমে পায় স্থান।

রমেশ কয় প্রেম অবতার, উদয় হল মাইজভাণ্ডার,
বহুভাবে বহুবার পেয়েছি প্রমাণ।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

জগতের সুলতান মাওলা