ছভি আকারে তুমি হো পেয়ারে

ছভি আকারে তুমি হো পেয়ারে আমাতে আমি তুমি তো হো জী। তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী।। করি তরঙ্গ আপনা নূরে, করিছ পায়দা জগত ছারে। জগত ছারে ছভি তোমারি, আমাতে আমি তুমি তো হো জী।। তুমি হো সিন্ধু, আমি হোঁ বিন্দু, জুদা নেহিঁ হ্যায় বিন্দুছে সিন্ধু। যেছা তনুছে পরাণ বন্ধু, আমাতে […]

ছভি আকারে তুমি হো পেয়ারে আমাতে আমি তুমি তো হো জী।
তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী।।

করি তরঙ্গ আপনা নূরে, করিছ পায়দা জগত ছারে।
জগত ছারে ছভি তোমারি, আমাতে আমি তুমি তো হো জী।।

তুমি হো সিন্ধু, আমি হোঁ বিন্দু, জুদা নেহিঁ হ্যায় বিন্দুছে সিন্ধু।
যেছা তনুছে পরাণ বন্ধু, আমাতে আমি তুমি তো হো জী।।

কুমহার জীনে মলিছে মাটি, বানাইছে নানান রঙ্গ ঘটি।
জুদা কেয়া হ্যায় ঘটিছে মাটি, আমাতে আমি তুমি তো হো জী।।

জগত কর্তা তুমি হো পেয়ারে, বাহানা তেরে জগত ছারে।
তুমি হো জাহের মকবুলাকারে, আমাতে আমি তুমি তো হো জী।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

ছভি আকারে তুমি হো পেয়ারে