চুনু চুনু জুনু জুনু ধ্বনি আতি কানে মোর।
রাত্র দিন ছুনা যায়ে, ছুন্তে লাগে সুমধুর।।
সুমধুরে কহে বাণী, কে কহে তা নাহি জানি।
ছুন্তে লাগে সুমধুর, বুঝিতে সে অতি ঘোর।।
ছুন্তা হোঁ হার্ দিকেবাণ, ছুন্তে উছকো যায়ে প্রাণ।
নিকটে বলিছে বাক্য, ছুন্তে লাগে অতি দূর।।
হৃদয় শহর মাঝে ধীরে ধীরে যায়ে লাজে।
প্রেম সোহাগিনী মোর, খঞ্জন গামিনী মোর।।
চুঁ বেচুঁন শব্দ হয়, নিজ মূল মর্ম কয়।
যেন পাদাঘাত ধ্বনি, ছদা আতি কানে মোর।।
দৈব বাণী মত কয়, কাছে থাকি দূর হয়।
শুনি মকবুলের প্রাণে, কলিজা তার হয়ে চর।।