চিনাছি চিনাছি তোমা

চিনাছি চিনাছি তোমা তুমি কলের মিস্ত্রী। কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী।। তুমি সর্ব গুণেশ্বর, নির্মাণিয়ে কল ঘর। বিরাজিয়ে স্থানে সদা কলের প্রহরী।। তব নামে সেই কল, করে সদা চলাচল। হু-হু শব্দে বাদ্য করে, শুন তাহে কান ধরি।। চলি কল পুরাতন, উপায় কর নানা ধন। অহরহ দেখাদেখি ঠারে কর ধন চুরি।। চোরাইয়ে সে ধন, ছল দেও […]

চিনাছি চিনাছি তোমা তুমি কলের মিস্ত্রী।
কল নির্মাণিয়ে গুণে প্রকাশিলা চতুরী।।

তুমি সর্ব গুণেশ্বর, নির্মাণিয়ে কল ঘর।
বিরাজিয়ে স্থানে সদা কলের প্রহরী।।

তব নামে সেই কল, করে সদা চলাচল।
হু-হু শব্দে বাদ্য করে, শুন তাহে কান ধরি।।

চলি কল পুরাতন, উপায় কর নানা ধন।
অহরহ দেখাদেখি ঠারে কর ধন চুরি।।

চোরাইয়ে সে ধন, ছল দেও দরশন।
চিনাছি তোমায় আমি ভবে আপ্ত ধনহারি।।

বলয়ে হীন মকবুলে, মাওলানার পদতলে।
মাইজভাণ্ডারে বসি খেলে সদা সেই মিস্ত্রী।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

চিনাছি চিনাছি তোমা