গুরুজিকো নাম জপরে মনুয়া আখেরছে দুনিয়া ফানা।
গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
আনাকা বকত বেবসন আয়াথা দিলমে এয়াদ রাখনা।।
আবি নেহিত দোরজ কিপর ওজ মাফিকছে জানা রে (মনুয়া)
জরু লেরকা জমিদারী হ্যায় কোই নেহি আপনা।
হুসিয়ারী ছে হরদম মে গুরুজিকো নাম লেনারে।
বাহির মে ঢোরকে কঁহি মিলেগা গুরুকো ঠিকানা,
আপনা বদন কি অন্দর বেটা হ্যায় গুরু কেঁও নেহি পছানা রে
আগারীছে ক্যা কবুল করকে দুর্নিয়াদারী মে আনা।
আসলিয়া বাত তু ভুল গিয়া হ্যায় রমেশ ক্যা দেবানা।।