খোদা সোহাগিয়া, নবীজি ননাইয়া,
গাউসে আজম প্রাণ প্রিয়া।
আঁখি বান হানিয়া, কলিজা ডালে বিঁদীয়া,
প্রাণ রাজ্য নিল লুটিয়ে।।
সোলতানী ধমকে, নানা ঠান ঠমকে,
প্রেম তুফানে কম্পিল ত্রিভুবন।
ঠারিতে পলক ঠার, দেখিতে ঝলক তাঁর, প্রেমানলে উঠিল জ্বলিয়া।।
জ্বালাইয়ে মন দেশ, করিয়া পরাণে শেষ,
প্রেমের সুবাস ফুল ফুটিল।
গন্ধ পেয়ে জগবাসী, হৈয়ে প্রেমে উদাসী,
মধু পানে উঠিল নাচিয়া।।
কিন্তু ছিল যে পেঁচক, গন্ধ না বুঝিয়া ঠিক,
না দেখিল সে পুস্প রূপ।
সোলতানী কৃপানে তাঁর, কাটা পৈল ইমান শীর,
গেল সেই দু’কূলে হারিয়ে।।
মকবুলে অজ্ঞানে বলে, সে সুবাস না পাইলে,
কলির অবশেষে লোকগণে।
জীবন অসার যাবে, পরকাল হারাইবে,
দুই কূলে সে যাবে ডুবিয়া।।