খেলে ঐ রসিক নাগরী, খেলে ঐ রসিক নাগরী।
আর্শয়ে কুরছিয়ে যার বাজে বাঁশরী।।
সর্বস্থানে সে রঙ্গিলা করে নানা রঙ্গে লীলা।
যে দিকে দেখিবা দেখ খেলা তাঁহারি।।
কভু মজনুনি বসনে, ভ্রমে বন বৃন্দাবনে।
ফরহাদ প্রায় শিরে কভু মারে কাটারী।।
কভু মাশুকি রূপ ধৈরে জগৎ পাগল কৈরে।
প্রেম শরে প্রাণ হরে দু’আঁখি ঠারি।।
কভু প্রেম ভাবে মজি কুল মান সব ত্যাজি।
জোলেখার বেশে কভু কলঙ্কহারী।।
তক্তে বসি হিসাব লবে, নবী ছলে সফী হবে।
দয়া কৈরে সঙ্গে নিবে মম ভাণ্ডারী।।
মকবুল সে রসিক জন, কি কহিব তাঁর গুণ।
ত্রিভুবনে সবে করে যার মুজুরী।।