কে বলে বাবা মরেছে

কে বলে বাবা মরেছে, কে বলে বাবা মরেছে। অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে। মরিয়ে অমর যাঁরা, পুনঃ কি আর মরে তাঁরা। প্রেম ছলে এরূপ ছেড়ে ওরূপ ধরেছে। স্বরূপ রূপে দেখা দিয়ে পাগলা বাজার বসাইয়ে। ছলে নিজ নৈরূপেতে মিশিয়ে গিয়েছে। লুকিয়ে গিয়ে আর্শপরে স্বর্গমর্ত্ত পাতাল ঘুরে। দাসগণের হৃদ মন্দিরে উঁকি মেরেছে। ঘটে পটে সর্বস্থলে, খেলা করে […]

কে বলে বাবা মরেছে, কে বলে বাবা মরেছে।
অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে।

মরিয়ে অমর যাঁরা, পুনঃ কি আর মরে তাঁরা।
প্রেম ছলে এরূপ ছেড়ে ওরূপ ধরেছে।

স্বরূপ রূপে দেখা দিয়ে পাগলা বাজার বসাইয়ে।
ছলে নিজ নৈরূপেতে মিশিয়ে গিয়েছে।

লুকিয়ে গিয়ে আর্শপরে স্বর্গমর্ত্ত পাতাল ঘুরে।
দাসগণের হৃদ মন্দিরে উঁকি মেরেছে।

ঘটে পটে সর্বস্থলে, খেলা করে নানা ছলে।
দাসগণের হাল্কা ক্ষেত্রে বিরাজ করেছে।

দাসগণ চিন্তা ছাড়, ভক্তি প্রাণে ধ্যান কর।
দেখা পাবে বাবা তোমার কাছে রয়েছে।

এপার ওপার যে পার থাকে, সমভাবে শক্তি রাখে।
করিমে সে বাবার পায়ে সজিদা করেছে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কে বলে বাবা মরেছে