কে জানে সে নাই কি আছে

কে জানে সে নাই কি আছে, কে জানে সে নাই কি আছে। ডাকিলে সে দেয় না সাড়া সবে বলে থাকে কাছে। বিহঙ্গমা পাখির মত, নাম শুনা যায় অবিরত, তালাশ করে পাইনা তাঁরে কে জানে কোথা রয়েছে। জীবন ভরা কান্নাকাটি সবই যদি হল মাটি, শুনা কথা শুনি শুধু কোন প্রমাণে বলি আছে। নাই বলে নিশ্চিন্ত হলে, […]

কে জানে সে নাই কি আছে, কে জানে সে নাই কি আছে।
ডাকিলে সে দেয় না সাড়া সবে বলে থাকে কাছে।

বিহঙ্গমা পাখির মত, নাম শুনা যায় অবিরত,
তালাশ করে পাইনা তাঁরে কে জানে কোথা রয়েছে।

জীবন ভরা কান্নাকাটি সবই যদি হল মাটি,
শুনা কথা শুনি শুধু কোন প্রমাণে বলি আছে।

নাই বলে নিশ্চিন্ত হলে, ডেকে বলে মন পাগলে,
কর্মকর্তা না থাকিলে জগৎলীলা কে গড়েছে।

কেহ বলে গয়া কাশী, কেহ বলে মক্কাবাসী,
কেহ বলে মুসা নবী তুরে ছিনাতে পেয়েছে।

নানা জনের নানা কথা, শুনিয়া ঘুরেছি বৃথা,
অবশেষে দৈববাণী হল মাইজভাণ্ডারে আছে।

করিমের কপাল পোঁড়া, আড়ে থেকে দেয় না ধরা,
চক্ষের দেখা কতজনে এই ভাণ্ডারে পেয়ে গেছে।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কে জানে সে নাই কি আছে