কেমন করে নিষ্ঠুর জগৎ

মা ফাতেমার কান্দন যেদিন হোসাইন হারা শোকে তেকেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে। কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া,কি নিষ্ঠুরে জল রাখিল সাগর বুকে জড়াইয়া,যেদিন সীমার ছুরি চালায় নবী বংশের গলেতে।। পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়,আসগরের বুকেতে তীর দিল পানির বদলায়,সেদিন কেমনে জল নিল না নিষ্ঠুর মেঘের বুকেতে।। যে এজিদে দয়াল নবীর চোখে […]

মা ফাতেমার কান্দন যেদিন হোসাইন হারা শোকে তে
কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাঁচিতে।

কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া,
কি নিষ্ঠুরে জল রাখিল সাগর বুকে জড়াইয়া,
যেদিন সীমার ছুরি চালায় নবী বংশের গলেতে।।

পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়,
আসগরের বুকেতে তীর দিল পানির বদলায়,
সেদিন কেমনে জল নিল না নিষ্ঠুর মেঘের বুকেতে।।

যে এজিদে দয়াল নবীর চোখে দিল শোকের জল
মা ফাতেমার বুকে দিল হোসাইন হারা বিষানল,
মাটির উপর কেমনে মাটি দিল তার দল হাটিতে।।

শোন শামসু, যেই ঘটনা ঘটেছিল কারবালায়,
এমন এক নিষ্ঠুরের কাজ কেউ করে নাই দুনিয়ায়,
আজও কান্দে মা ফাতেমা রওজায় বসে দিনরাতে।।

লেখক : শামসুল ইসলাম ভান্ডারী

error:

কেমন করে নিষ্ঠুর জগৎ