কাল যামিনী দৈব বাণীকে

কাল যামিনী দৈব বাণীকে বলিয়া গেল, পথের পথিকেরা চল। কোথাতে এসেছ পথিক যাবে কোথা বল। কেনরে ঘুমাচ্ছ ভব বৃক্ষ ছায়া তল। যেইখানে ঘুমাচ্ছ পথিক নহে শান্তিস্থল। এই পথে মহা দৈত্য করে চলা চল। স্ত্রী পুত্র ভাই বন্ধু সব ডাকাতের দল। (তোরে) করিয়ে সর্বস্ব হারা দিবে রসাতল। জাগরে ঘুমন্ত পথিক কর্মক্ষেত্রে চল। সঙ্গিগণ বেকলবিন ছলিম চলে […]

কাল যামিনী দৈব বাণীকে বলিয়া গেল,
পথের পথিকেরা চল।
কোথাতে এসেছ পথিক যাবে কোথা বল।

কেনরে ঘুমাচ্ছ ভব বৃক্ষ ছায়া তল।
যেইখানে ঘুমাচ্ছ পথিক নহে শান্তিস্থল।
এই পথে মহা দৈত্য করে চলা চল।

স্ত্রী পুত্র ভাই বন্ধু সব ডাকাতের দল।
(তোরে) করিয়ে সর্বস্ব হারা দিবে রসাতল।
জাগরে ঘুমন্ত পথিক কর্মক্ষেত্রে চল।
সঙ্গিগণ বেকলবিন ছলিম চলে গেল।

বেকলবিন ছলিমের মর্ম পেতে যদি হল।
কেঁদে পড় বাবা মাইজভাণ্ডারীর চরণ তল।
গুরুর করুণা দৃষ্টি অন্তিমের সম্বল।
তত্ত্বকথা বলে যায় করিম পাগল।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

কাল যামিনী দৈব বাণীকে