ওহে মন কার প্রেমে মৈজ না

ওহে মন কার প্রেমে মৈজ না কখন। ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।। যত সৃষ্টি আছে ভবে, আপে আপ বলে সবে। আপ বিনে নাই কেহ আপন ভুবন।। আপ্ত অঙ্গ ইষ্টগণ, নহে কভু আপ্ত জন। আপে না চিনিয়া কারে বলিলে আপন।। আপ হৈতে আপে ভিন না হৈয়ে আপ্ত চিন। কোথা কে পেয়াছে এই ভবে কদাচন।। মকবুলে আপে […]

ওহে মন কার প্রেমে মৈজ না কখন।
ত্রিলক্ষ ভুবনে মাত্র আপনে আপন।।

যত সৃষ্টি আছে ভবে, আপে আপ বলে সবে।
আপ বিনে নাই কেহ আপন ভুবন।।

আপ্ত অঙ্গ ইষ্টগণ, নহে কভু আপ্ত জন।
আপে না চিনিয়া কারে বলিলে আপন।।

আপ হৈতে আপে ভিন না হৈয়ে আপ্ত চিন।
কোথা কে পেয়াছে এই ভবে কদাচন।।

মকবুলে আপে কর চিন, মাওলানার হৈয়েধীন।
আপ্ত চিন বিনে না পাইবে নিরাঞ্জন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

ওহে মন কার প্রেমে মৈজ না