এইবার আমি নূতন খেলা খেলিব

এইবার আমি নূতন খেলা খেলিব সবে দেখিব, এইবার আমি প্রেমের খেলা খেলিব।। নূতন ভেদ প্রচার করি দেখিব একবার, কয়জন থাকে ঈমানদার। জাহেরা ঈমানদার সব বেঈমান হইয়া মরিব।। কে বুঝিতে পারে ভবে আমার হেকমতের কারবার, বিনে আউলিয়া আমার। সময় মত ভেদ আমি ভবে প্রচার করিব।। নূতন ভেদ প্রচার করি কত নবীগণ, ভবে হারাইলাম জীবন। আউলিয়াগণের গেলেও […]

এইবার আমি নূতন খেলা খেলিব সবে দেখিব,
এইবার আমি প্রেমের খেলা খেলিব।।

নূতন ভেদ প্রচার করি দেখিব একবার,
কয়জন থাকে ঈমানদার।
জাহেরা ঈমানদার সব বেঈমান হইয়া মরিব।।

কে বুঝিতে পারে ভবে আমার হেকমতের কারবার,
বিনে আউলিয়া আমার।
সময় মত ভেদ আমি ভবে প্রচার করিব।।

নূতন ভেদ প্রচার করি কত নবীগণ,
ভবে হারাইলাম জীবন।
আউলিয়াগণের গেলেও জীবন তবু কি আর ছাড়িব।।

আমাকে মানিয়া সবে করে পূজনা,
কেহ চিনতে পারেনা।
ভবে না চিনিলে মোরে আরনি লাগত পাইব।।

নানান ছলে খেলব খেলা ভবের বাগানে
তোরা দেখবি নয়নে।
ফুলের সনে ফুটব আমি আবার ভ্রমর হই মধু খাইব।।

আদমজাদা আদম হইব না থাকিব ভিন
তোরা দেখবিরে একদিন।
আদম হইতে হাওয়া পয়দা যার প্রেমে সে মজিব।।

শেষ কালে করিব জাহের আমার তৌহিদের শান,
কত হইবরে বেঈমান।
আদম হাওয়া দুইজনে প্রেমের তালা খুলিব।।

পাগলের পাগলামি কথা বুঝলে পাবি চিন,
নইলে ঠেকবিরে একদিন।
এইবার না চিনিলে মোরে আরনি লাগত পাইব।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

এইবার আমি নূতন খেলা খেলিব