আহাদ আহাম্মদের খেলা দেখবি যদি আয়,
দুই জনে রসরঙ্গে খেলছে সদায়।।
দুই জনের প্রেম ছলে ত্রিজগৎ সংসার চলে,
দেখিলে নয়ন খুলে পরাণ জুড়ায়।।
ছাড়িয়া নাচুতের মেলা খেলরে মন সকাল বেলা,
জীবন অমূল্য ধন না দিও হেলায়।।
আহাম্মদের ধনের গোল, লাগাইয়াছে সিনায় তাল,
প্রেম রতনের কুঞ্জি বিনে খুলন নাহি যায়।।
আহাম্মদের তন বায়তুল্লাহ্, আহাদের নূর তজল্লা,
নাহনু আকরাবু বাণী বলেছেন খোদায়।।
আল ইনছানু ছির-রুল্লাহ্, কুলবিল মোমিন আরশিল্লাহ্,
ফরমায়েছেন রসূলাল্লাহ্ প্রেমিক হইলে গায়।।
নূরে খোদা নূরে নবী এক রঙ্গ এক ছবি,
আহাম্মদ বেমীম বলে রসূলে ফরমায়।।
আহাম্মদে হইলে ফানা, দেখবিরে তোর ফুল বিছানা,
সেই বিছানায় খেলা করে দয়াল মাওলানায়।।
গাউসুল আযম মাইজভাণ্ডারী, লইয়া আহাদের তরী,
আহাম্মদের মীমের পর্দা তুলিয়া বেড়ায়।।
দেখিয়া মাওলাজীর শান, হরে যায় লতিফের প্রাণ,
লইয়াছি কলঙ্কের ডালি আপন গলায়।।