আল্লা বলে মন করহ জপন

আল্লা বলে মন, করহ জপন রহিতে জীবন ভুলনা কখন। ভুলিয়ে আপন করহ স্মরণ, সার হবে তবে তোমহারী জপন।। তোমহারী ইয়ে খোদাকা নেয়ামত, দো’দম আলম্ মেঁ নেহিঁ হ্যায় কিমত। যাতা হ্যায় যুদম, যাতা হ্যায় জীবন, রাখিয়ে উছকো করিয়ে যতন।। আপনে ভুলন, খোদাকা স্মরণ, বে ভুলে আপে অকার জীবন। ফাজকুরুণী আজকুরুকুম, বোলা হকনে আপনেকো ভুলন খোদা দর্শন।। […]

আল্লা বলে মন, করহ জপন রহিতে জীবন ভুলনা কখন।
ভুলিয়ে আপন করহ স্মরণ, সার হবে তবে তোমহারী জপন।।

তোমহারী ইয়ে খোদাকা নেয়ামত, দো’দম আলম্ মেঁ নেহিঁ হ্যায় কিমত।
যাতা হ্যায় যুদম, যাতা হ্যায় জীবন, রাখিয়ে উছকো করিয়ে যতন।।

আপনে ভুলন, খোদাকা স্মরণ, বে ভুলে আপে অকার জীবন।
ফাজকুরুণী আজকুরুকুম, বোলা হকনে আপনেকো ভুলন খোদা দর্শন।।

গুরু কৃপাছে আপনেকো ভুলন, বেগায়ের গুরু না হবে সাধন।
গুরু হয়ে ভবে ছায়া নিরাঞ্জন, কোরানে বোলা খোদা সুবচন।।

মকবুলে আপে যু ভুলে রহেগা ওহি আরশকা তলে।
হেসাব নেহি হাসর কালে, সাফল্য তার দু’কুল জীবন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আল্লা বলে মন করহ জপন