আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ

আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ অক্তে করম হায়, খাদেম প’তেরে চারছো ছামানে আলম হায়। ফোর্কৎ নে কিয়া তঙ্গ আওর গোর্বৎ নে ছেতায়া, না কাবেলে বরদাস্ত জমানা কা জোলম হায়। ঘর মে নেহি ছায়রাবী ছালামত না ছফর মে, খত যু মেলা ঘরছে উয় ভি পোর মাতমো গম হায়। হাছেল নেহি দুনয়্যা মেরি, হোঁ বিন মে কাছের, না […]

আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ অক্তে করম হায়,
খাদেম প’তেরে চারছো ছামানে আলম হায়।

ফোর্কৎ নে কিয়া তঙ্গ আওর গোর্বৎ নে ছেতায়া,
না কাবেলে বরদাস্ত জমানা কা জোলম হায়।

ঘর মে নেহি ছায়রাবী ছালামত না ছফর মে,
খত যু মেলা ঘরছে উয় ভি পোর মাতমো গম হায়।

হাছেল নেহি দুনয়্যা মেরি, হোঁ বিন মে কাছের,
না গবরো না মোছলেম না জহুদ আব্দে ছনম হায়।

মোষ্কেল-কোশা মকছুদ রছাঁ বন্দা নওয়াজা,
আব দাদরছি কর তু মেরি অক্তে রহম হায়।

বেছরো ছামান করিমে খছরুল হাল,
দরপর হায় খাড়া বা দেলে পোর্ দরদো ছকম হায়।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

আয় মোর্শেদো মাওলায়ে জমাঁ