আমি উদাসিনী তোমার নাম নিয়ারে বন্ধু।
(বন্ধুয়ারে) তোমার নাম সুখে দুঃখে, যখন আসে আমার মুখে,
সেই মুরতি উঠেরে ভাসিয়া।
নাম নামি অভেদ যদি, দেখা দাও গুণনিধি,
আউরে থাক কি অপরাধ পাইয়া।।
(বন্ধুয়ারে) চন্দ্রিমা থাকে আকাশে, কুমুদিনী জলে ভাসে,
দরশে পরশে জুড়াই হিয়া।
আমি তোমার প্রেম পিয়াসী, দুঃখ সিন্ধু নীরে ভাসি,
উঠ হৃদ আকাশে পূর্ণ শশী হইয়া।।
(বন্ধুয়ারে) যে থাকে যাহার আশে, সে তাহারে ভালবাসে,
জগত চলে এই নীতি নিয়া।
(আমার) দরজা দিয়ে নিত্য যাও, আমারে না ফিরে চাও,
বুঝাইব কাহারে কহিয়া।।
(বন্ধুয়ারে) পিপাসী চাতকের মত, জীবন করিলাম গত,
কেবল তোমার আসা পথে চাইয়া।
রমেশ কয় প্রাণ সখা, বিধি যদি দিত পাখা,
করতেম দেখা শূন্যে উড়া দিয়া।।