আমার রূপের গুণী পুতুলা কৈ যায়রে।
মনোহর রূপে মত্ত বানায়রে।।
কুরঙ্গ নয়নে, প্রেমবান হাইনে।
সংসার ত্যাজাই প্রেমে মজায়রে।।
নানা রূপধারী রূপ ঘোমটা ধরি।
আপন কুদরতী শান দেখায়রে।।
ভবের বাঁশরী স্বরে, প্রেমের সঙ্গীত কৈরে।
প্রেমের আনন্দ ধ্বনি বাজায়রে।।
মাওলায়ে আলম, করিয়ে করম।
মকবুলেরে গুণী পুতুলা বানায়রে।।