আজব্ নামে খোদা হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।
খোদা আশেক্ মাশুক হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
আরশকা ফানুছ হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।
রূপমেঁ রঙ্গিলা হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
রুকু ও ছজদেমেঁ রাহ্ কর্ লাখোঁ বরছ্ কাটায়া।
খোদা প্রেমে ভোর হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
ফের্ আদমকী ছুরত্ লেকর্ আয়া তোম্ ইছ্ আলম্ কো।
ফেরেস্তুঁছে ছজদালী তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
জন্মে জন্মে পয়গম্বর হো নিস্তারা তোম্ আলম্ কো।
ফের মক্কা মেঁ জাহের হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
মক্কা মদিনা কো কিয়া খোদা তা’য়ালার পূঁজারস্থান।
ছব্ কেবলোঁকা কেবলা হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
কালে কালে জলওয়াগর হো ফের্ আওলিয়া ছুরত মেঁ।
আখের মেঁ ভাণ্ডারী হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।
মকবুল কাঙ্গাল তেরে দরওয়াজে পর্ ভিখারী।
দর্শন ভিখা দাতা হো তোম্ পেয়ারে জানি মুহাম্মদ।।