আচম্বিতে একি মোর ঘটিলরে।
প্রেমরাজা মনরাজ্যে আসিলরে।।
আসিতে সে মহারাজা, বাজাই প্রেমের বাজা।
মনরাজ্যে ভয়ঙ্কর কম্পিলরে।।
যবে মহারাজা এলো, মনরাজ্যে প্রবেশিল।
প্রেমানলে সমুদয় জ্বলিলরে।।
সুখ কুঞ্জবন ছিল, পুস্প শয্যাসন ছিল।
এবে প্রেমাগুনে দহি উড়িলরে।।
মান গৌরবের দেশ, জ্বালাইয়ে করি শেষ।
কলঙ্কের ভস্ম কালী করিলরে।।
সেই কলঙ্কের কালী, নাক কপালেতে ডলি।
প্রেমের বৈরাগী আমা বানালরে।।
অধীন মকবুলে কয়, কলঙ্কেতে নাই ভয়।
মাওলানার পদে যেবা মিশিলরে।।