স্বর্গ ত্যাজে বন্ধু তব

(আমি) স্বর্গ ত্যাজে বন্ধু তব তত্ত্বে এসেছি। ধরণী গগনে তত্ত্বে ফিরেছি।। ভবে এসে সর্বস্থানে জগ মেরেছি। বন বৃন্দাবনে কত তোমা ঢুঁড়েছি।। জলে স্থলে বন কাননে, করেছি তালাশ। বিন্দু বিন্দু রেণু রেণু তত্ত্ব করেছি।। অবশেষে মাইজভাণ্ডারে, করি অন্বেষণ। প্রাণ বন্ধু এবে তোমার তত্ত্ব পেয়েছি।। দিল্লীশ্বর প্রাণপতি, মাওলাজী আমার। মকবুল আপ দিলাসনে কষি ধরেছি।। লেখক: আবদুল গণি […]

(আমি) স্বর্গ ত্যাজে বন্ধু তব তত্ত্বে এসেছি।
ধরণী গগনে তত্ত্বে ফিরেছি।।

ভবে এসে সর্বস্থানে জগ মেরেছি।
বন বৃন্দাবনে কত তোমা ঢুঁড়েছি।।

জলে স্থলে বন কাননে, করেছি তালাশ।
বিন্দু বিন্দু রেণু রেণু তত্ত্ব করেছি।।

অবশেষে মাইজভাণ্ডারে, করি অন্বেষণ।
প্রাণ বন্ধু এবে তোমার তত্ত্ব পেয়েছি।।

দিল্লীশ্বর প্রাণপতি, মাওলাজী আমার।
মকবুল আপ দিলাসনে কষি ধরেছি।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

স্বর্গ ত্যাজে বন্ধু তব