শেষ জীবনে শ্রীচরণে দয়াল নামের দোহাই ধরি,
শেষের কান্না কেঁদে বাবা, বাবা তোমার পায়ে পড়ি।।
তপজপ দিয়ে ছাড়ি
সতত জপনা করি,
ইছমে আজম গাউসুল আজম মাওলা আলম মাইজভাণ্ডারী।।
কর বা না কর দয়া,
নিবনা অন্যেরি ছায়া,
স্বর্গে কি নরকে দাও আমি তোমার নামধারী।।
এখন সারা মহীতল,
জ্বলিতেছে রণানল,
তুমি তোমার দাসগণে রক্ষা কর দয়াল হরি।।
সঁপেছি তোমাকে প্রাণ,
জীবন তোমারি দান,
অপেক্ষাতে বসে আছি ডাকিলে যাইতে পারি।।
হলে বর্মা কি ভারত,
নাস্তি কেবল গত,
কি সাধ্য থাকিবে মোরা তোমার নাম লইতে পারি।।
বর্মা কিবা পাকিস্তান,
রক্ষা কর আল-আমান,
দাসগণের প্রাণ ভিক্ষা করিমে ছেজদা করি।।