রূপসাগরে ঢেউ পৈড়ে

রূপসাগরে ঢেউ পৈড়ে রঙ্গ খেলা জুটিলরে। চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে।। ভব কুঞ্জবন হৈল প্রভু সিংহাসন হৈল। ধরণী গগন হৈল কুদ্রতী দেখাইলরে।। সৃজিলেন্ত এ সকল করিয়ে বাহানা ছল। নিজ মুখ নিজরূপে কপটে লুকাইলরে।। নিজরূপ প্রকাশিয়ে, আপে রূপে পলাইয়ে। গুপ্তে ব্যক্তে দুলিলায়ে বিরাজিত হৈলরে।। প্রেমরস পরিপূর্ণ না পাইয়ে প্রিয়ধন। মানব আঁকারে এসে বিরাজিত হৈলরে।। […]

রূপসাগরে ঢেউ পৈড়ে রঙ্গ খেলা জুটিলরে।
চন্দ্র মুখ জ্যোতে সব সৃজিত হৈল রে।।

ভব কুঞ্জবন হৈল প্রভু সিংহাসন হৈল।
ধরণী গগন হৈল কুদ্রতী দেখাইলরে।।

সৃজিলেন্ত এ সকল করিয়ে বাহানা ছল।
নিজ মুখ নিজরূপে কপটে লুকাইলরে।।

নিজরূপ প্রকাশিয়ে, আপে রূপে পলাইয়ে।
গুপ্তে ব্যক্তে দুলিলায়ে বিরাজিত হৈলরে।।

প্রেমরস পরিপূর্ণ না পাইয়ে প্রিয়ধন।
মানব আঁকারে এসে বিরাজিত হৈলরে।।

বিরাজি মানবলীলা, সার কৈরে প্রেম খেলা।
দু’জগৎনাথ সে মানব বানাইলরে।।

মানব মানব নয়ে ছলরূপে কেহ হয়ে।
কিরণের আঁড়ে যেন অরুণ লুকিলরে।।

মকবুল অবোধ ছিল, প্রেম সিন্ধু উথলিল।
পিরীতি বিদ্যালয় আজু মাওলানা হৈলরে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

রূপসাগরে ঢেউ পৈড়ে