রসিক নাগর বাঁকা নয়ন

রসিক নাগর বাঁকা নয়ন প্রাণের সখা দয়াল হরি। ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী। তুমি আদি তুমি অন্ত তোমার নূরে দিক-দিগন্ত। তুমি হর্তা তুমি কর্তা তোর নামে আরম্ভ করি। কে তুমি রসিক বাঁকা, ভালবাসা ভালে আঁকা। কোথা হতে এলে বল যাবে কোথা মন হরি। প্রেমের প্রভাবে তোর সংসারে পড়িল সোর। তব প্রেমে মাতোয়ালা নর-নারী হুর […]

রসিক নাগর বাঁকা নয়ন প্রাণের সখা দয়াল হরি।
ত্রিজগতের কেবলা কাবা জগত গুরু মাইজভাণ্ডারী।

তুমি আদি তুমি অন্ত তোমার নূরে দিক-দিগন্ত।
তুমি হর্তা তুমি কর্তা তোর নামে আরম্ভ করি।

কে তুমি রসিক বাঁকা, ভালবাসা ভালে আঁকা।
কোথা হতে এলে বল যাবে কোথা মন হরি।

প্রেমের প্রভাবে তোর সংসারে পড়িল সোর।
তব প্রেমে মাতোয়ালা নর-নারী হুর পরী।

দরিদ্র বৎসল দাতা, ত্রিজগত ত্রাণ কর্তা।
সকাতরে ডাকি তোমাইয় বিষম বিপদে পড়ি।

ক্ষমা কৃপা আশা করি, শ্রীপদে মস্তক ধরি।
কেঁদেছি কাতর কণ্ঠে লওনা উদ্ধার করি।

নয়ন ঠারে প্রেম ছলে, করিমকে ডেকেছিলে।
কি কাজে আসিবে প্রেম আমি যদি যাব মরি।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

রসিক নাগর বাঁকা নয়ন