মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া

মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া রে মনব। (মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ, দুই দিন পরে যাবেরে চলিয়া। কি বুঝে মানুষ হইলি, কি ধন নিয়ে যাবি চলি, আয়ু বেলা যায় ফুরাইয়া।। (মানবরে) সাধ করে ধরেছ পীর, নফছ তালে মন অস্থির, মাবুদের নাম রয়েছ ভুলিয়া। সাধনাতে দিলি ঢিল, পাছে আছে আজাজীল, তোরে উলটা পথে নিতেছে টানিয়া। (মানবরে) […]

মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া রে মনব।

(মানবরে) ধন জন যৌবন সকলি অকারণ,
দুই দিন পরে যাবেরে চলিয়া।
কি বুঝে মানুষ হইলি, কি ধন নিয়ে যাবি চলি,
আয়ু বেলা যায় ফুরাইয়া।।

(মানবরে) সাধ করে ধরেছ পীর, নফছ তালে মন অস্থির,
মাবুদের নাম রয়েছ ভুলিয়া।
সাধনাতে দিলি ঢিল,
পাছে আছে আজাজীল,
তোরে উলটা পথে নিতেছে টানিয়া।

(মানবরে) পশু পাখি তরুলতা, ভুলেনা মাবুদের কথা,
সময় মত উঠে ডাক দিয়া।
তুই দিনের বেলা টাকার বস, রাত্রে তোর রমণীর রস,
দিন গেল তোর এই ভাবনা লইয়া।।

পুলছেরাত হাশর ময়দানে, মনকির নকিরের সনে,
কি বলিবে দেখ বিচারিয়া।
ছেরাতুল মোস্তাকিম চাও, রমেশ কয় মাইজভাণ্ডার যাও,
পলকেতে নিবে পার করিয়া।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মায়া ঘুমে রয়েছে ঘুমিয়া