মাইজভাণ্ডারে নূরের বাঁশী বাজে ঘনে ঘন।
বাঁশীর সুরে চমকে উঠে বিরহিনীর মন।।
আহা কি বাঁশরীর শান, চন্দ্র-সূর্য কম্পমান,
এক বাঁশিতে করিয়াছে দুনিয়া রোশন।।
গোপনে আহাদ হইয়া, আহাম্মদের ঢাকনি দিয়া,
আশেকানের মন ভুলাইয়া নিল গাউছ ধন।।
বাজায় রহম যমুনা কূলে, তৌহিদ কদম্ব মূলে,
ঘুমন্ত গোপীকাকুলে, করিতে চেতন।।
মাওলার বাঁশীর শব্দ ধরি, তালাশ কর তাড়াতাড়ি,
রমেশ বলে বংশীধারী দেখলে নাই মরণ।।