মন রসিক নাইয়া শীঘ্র চল ভব সাগর বাইয়া।
কার আশাতে বসি রলি নৌকা না ছাড়িয়া।।
যত পাছের নৌকা আগে গেল যোরের বাদাম দিয়া।।
মহাজনের পুঁজি নিয়া এসেছ চলিয়া
কাল-সাগরে ঝাপ দিয়ে সব দিলে বিসর্জিয়া।
সঙ্গের সঙ্গি সব হারালি ভঙ্গি না বুঝিয়া।।
রূপ দেখিয়া ভুলে গেলি বুড়া আওরত পাইয়া।
বন্দী হলি এই দুনিয়ার ফন্দি না বুঝিয়া।।
সময় পেয়ে সাধুর নৌকা চোরে যায়রে বাইয়া।
রমেশ বলে সময় গেলে না পাবে কান্দিয়া।
বুড়া নারী তালাক দে ভাই মাইজভাণ্ডারে গিয়া।।