মন অসার সংসারে এসে

মন অসার সংসারে এসে কার মায়াতে ভুলে রইলি। মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি। আমার ঘর আমার বাড়ি, আমার পুত্র আমার নারী, কেবা তোরে চাইবে ফিরি, হাড় ভাঙ্গা খাটুনি দিলি। বেপার করার আশা ছিল, মূলধন ছয়জন চোরে নিল। নিজের রোজগার পরে খাইল খালি হাতে যাবি চলি। দুনিয়ার মায়ার বন্ধ, চক্ষু থাকতে হইলি […]

মন অসার সংসারে এসে কার মায়াতে ভুলে রইলি।
মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি।

আমার ঘর আমার বাড়ি, আমার পুত্র আমার নারী,
কেবা তোরে চাইবে ফিরি, হাড় ভাঙ্গা খাটুনি দিলি।

বেপার করার আশা ছিল, মূলধন ছয়জন চোরে নিল।
নিজের রোজগার পরে খাইল খালি হাতে যাবি চলি।

দুনিয়ার মায়ার বন্ধ, চক্ষু থাকতে হইলি অন্ধ,
গুরু বাক্যে হয়ে সন্ধ নিজের কপাল নিজে খাইলি।

এখনও তোর সময় আছে, চল কামেল পীরের কাছে।
রমেশ বলে দিন যেতেছে শেষ দিনের কাজ কি করিলি।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

মন অসার সংসারে এসে