ভবে রসিক নাগর মওলাধন, প্রেম সাধনে কর প্রাণপণ।।
প্রেম হতে কিছু আর, পরম দুর্লভ বস্তু নাই এ সংসারে।
রসিক বিনে এ সংবাদ, কি জানিবে অন্যজন।।
হলে সুজনেরি প্রেম, সমতুল্য নহে তাঁর মণি মুক্তা হেম।
দরশনের তুল্য নহে, সোলায়মানের সিংহাসন।।
কহে অবোধ করিম, পিতা-পুত্র ছিল ইসমাইল-ইব্রাহিম।
সত্য প্রেমে পুত্র বলি, দিল প্রিয়ার শ্রীচরণ।।