বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল

বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল মোর এ জীবন। কত আর আশায় রব বল অহে প্রাণ ধন।। ভালবেসে ভালবেসে, হারাইনু কুলমান। দেশে দেশে কেঁদে ভ্রমি এই এবে জ্বালাতন।। মম প্রাণে সহেনা, দিওনা প্রেম যাতনা। দু’যমুনা ভেসে যায়ে কেঁদে মম দু’নয়ন।। রঙ্গে রঙ্গে অঙ্গে অঙ্গে, মিশাইয়ে দরশন। দিয়ে মকবুলেরে শান্ত কর অহে গাউসে ধন।। লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল মোর এ জীবন।
কত আর আশায় রব বল অহে প্রাণ ধন।।

ভালবেসে ভালবেসে, হারাইনু কুলমান।
দেশে দেশে কেঁদে ভ্রমি এই এবে জ্বালাতন।।

মম প্রাণে সহেনা, দিওনা প্রেম যাতনা।
দু’যমুনা ভেসে যায়ে কেঁদে মম দু’নয়ন।।

রঙ্গে রঙ্গে অঙ্গে অঙ্গে, মিশাইয়ে দরশন।
দিয়ে মকবুলেরে শান্ত কর অহে গাউসে ধন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল