প্রেমের বিচ্ছেদে সদায় জীবন

প্রেমের বিচ্ছেদে সদায় জীবন জ্বলে ভাণ্ডারী ধন। তোমার প্রেমের আশা পাই, ছেড়ে এলেম বাপ ভাই, পাড়া পরশি যত মন্দ বলে। আগে দিলা নানা আশা, এখন গাছতলায় বাসা, এই দশা ছিল মোর কপালে। কালি তোমার কলম তোমার, সুখ দুঃখ লিখা সকল তোমার, কে খণ্ডাবে তুমি না খণ্ডালে। রমেশ বলে কাট মার, যাহা ইচ্ছা তাহা কর, মন […]

প্রেমের বিচ্ছেদে সদায় জীবন জ্বলে ভাণ্ডারী ধন।

তোমার প্রেমের আশা পাই, ছেড়ে এলেম বাপ ভাই,
পাড়া পরশি যত মন্দ বলে।

আগে দিলা নানা আশা, এখন গাছতলায় বাসা,
এই দশা ছিল মোর কপালে।

কালি তোমার কলম তোমার, সুখ দুঃখ লিখা সকল তোমার,
কে খণ্ডাবে তুমি না খণ্ডালে।

রমেশ বলে কাট মার, যাহা ইচ্ছা তাহা কর,
মন রেখেছি তোমার কদম তলে।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

প্রেমের বিচ্ছেদে সদায় জীবন