প্রেমিক বিনে প্রেমের কথা

প্রেমিক বিনে প্রেমের কথা কেহ বুঝেনা, প্রেম ছাড়া আল্লাহ রসূল কখন মিলেনা।। প্রেম তার বসাইলে, গুপ্তের খবর তথায় মিলে। রসূলাল্লাহর কথা মনে স্মরণ রাখনা।। শেষ নবী পয়গম্বরে, ঘরে থাকি আরশ জুড়ে। লীন আল্লাহ হাদিসেতে ভাবি দেখনা।। মেরাজু যাইবার কালে জিব্রাইল সঙ্গে চলে। এস্কের তরী উজান চলে বলব এখনা।। ছিদ্রাতুল মুনতেহা যায় জিব্রাইল গেল ধায়। এস্ক […]

প্রেমিক বিনে প্রেমের কথা কেহ বুঝেনা,
প্রেম ছাড়া আল্লাহ রসূল কখন মিলেনা।।

প্রেম তার বসাইলে, গুপ্তের খবর তথায় মিলে।
রসূলাল্লাহর কথা মনে স্মরণ রাখনা।।

শেষ নবী পয়গম্বরে, ঘরে থাকি আরশ জুড়ে।
লীন আল্লাহ হাদিসেতে ভাবি দেখনা।।

মেরাজু যাইবার কালে জিব্রাইল সঙ্গে চলে।
এস্কের তরী উজান চলে বলব এখনা।।

ছিদ্রাতুল মুনতেহা যায় জিব্রাইল গেল ধায়।
এস্ক বিনে লা মোকামে যাইতে পারে না।।

রসূলাল্লাহর প্রেমের তরী লা মোকামে গেল উড়ি।
পলকে মিশিয়া গেল নূরে রাব্বানা।।

খোদার নূরে মিশামিশি খেলা করে দিবানিশি।
আহাদ আহাম্মদ তখন ভিন্ন রইলনা।।

যে হইবে প্রেম শূন্য মানুষে না হইবে গণ্য।
এস্ক ছাড়া খোদার চিহ্ন কখন পাবেনা।।

মুছা নবি প্রেমিক ছিল খোদার নূরের দেখা পাইল।
সেই নূরে পাহাড় জ্বলে মুছা জ্বলে না।।

ঈসা নবীর প্রেম ছলে আসমানে ঠিকানা মিলে।
খলীলে কোরবানী করে পুত্র আপনা।।

কাফেরেরা খলিলরে আগুনে পরীক্ষা করে।
সেই আগুনে বিছাইল ফুলের বিছানা।।

রসূলুল্লাহর ভেদ ভারি রাখি দিল সিনা জুড়ি।
যে করিতে পারে চুরি মানুষ সেই জনা।।

প্রেম দরজা বন্ধ করি শরিয়ত করিল জারি।
(আবার) প্রেমিকের হস্তে দিল কুঞ্জ আপনা।।

বায়েজীদ প্রেমিক ছিল প্রেম দরজা খুলে দিল,
গাউসুল আযম বড়পীরে করে কারখানা।।

খাজা মঈনুদ্দীন আর কুতুবুদ্দিন বখতেয়ার।
সংসারেতে বাজাইল প্রেমের বাজনা।।

অবশেষে মাইজভাণ্ডারী চালাইল প্রেমের তরী।
জোয়ার ভাটা সমান চলে আজব কারখানা।।

হস্তপদ বন্ধ করি পবনেতে গেল উড়ি।
দমে দমে ছায়ের করে মক্কা মদিনা।।

প্রেম ভাণ্ড হস্ত করি প্রকাশ হইল মাইজভাণ্ডারী।
যারে তারে করে দান লইতে পারেনা।।

নূহ নবীর ভেদ পাই আর্শ কুরসী ঘুরে যাই।
ইশারায় কালাম করে সবে বুঝে না।।

চারি খান্দান এক করি রাস্তা দিল মাইজভাণ্ডারী।
সে তরিকা বিনে এখন সাধন হবেনা।।

ভাণ্ডারীর তরিকা ধরি সাধন কর তাড়াতাড়ি।
অবহেলায় গেলে জীবন লাগত পাবিনা।।

লেখক : আবদুল লতিফ শাহ চন্দনাইশী

error:

প্রেমিক বিনে প্রেমের কথা