প্রিয়া কোথা চলে যেওনা

প্রিয়া কোথা চলে যেওনা, তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া) নয়ন ঠারিয়ে হাসিয়ে প্রাণ, হানিয়ে হৃদয়ে প্রেমেরি বাণ। ডুবাই আমারি ভরম মান, বানাইলা প্রেমেরি দিওয়ানা।। হৈয়ে ভাবের ভাবিনী শ্যাম, যোগিনী বসনে ছাড়িয়ে ঠাম। দিবস যামিনী ঘুরিয়ে নাম, করিনু তোমারি জপনা।। আপনা বেগানা সাবান আস, এ কূল ঐ কূল করিয়ে নাশ। এসেছি ধরিয়ে তোমারি পাশ, […]

প্রিয়া কোথা চলে যেওনা,
তুমি গেলে প্রাণ তো রবে না।। (ধুয়া)

নয়ন ঠারিয়ে হাসিয়ে প্রাণ,
হানিয়ে হৃদয়ে প্রেমেরি বাণ।
ডুবাই আমারি ভরম মান, বানাইলা প্রেমেরি দিওয়ানা।।

হৈয়ে ভাবের ভাবিনী শ্যাম,
যোগিনী বসনে ছাড়িয়ে ঠাম।
দিবস যামিনী ঘুরিয়ে নাম, করিনু তোমারি জপনা।।

আপনা বেগানা সাবান আস, এ কূল ঐ কূল করিয়ে নাশ।
এসেছি ধরিয়ে তোমারি পাশ, নৈরাশ আমায় কৈরনা।।

মকবুল হৃদয় উদ্যানে প্রাণ,
করিয়ে মধুর মধুর গান।
কর কমল সুরস পান, রসিক মধুপ মাওলানা।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

প্রিয়া কোথা চলে যেওনা