প্রাণ পাখি যাবে যবে

প্রাণ পাখি যাবে যবে নিজ বন্ধের দরশনে।চাহিনা সরবত আমি কি করিবে শমনে।। ভাই বন্ধু সব টাম, মোর এই মনষ্কাম।বাতাইও প্রিয়ের নাম যাব প্রাণী যখনে।। আতর গোলাপে কি ফুল মোর গায়ে দি।কপালে না লিখ কিছু বন্ধের নাম বিহনে।। জাহেরী আলেম ডাকি, আমায় না করিও দুঃখী।জানাজা পড়াইও ডাকি ইশকের ফাঁপরগণে।। শুনরে প্রেমিকগণে, বন্ধু মম হৃদাসনে।রাখ লাশ সযতনে […]

প্রাণ পাখি যাবে যবে নিজ বন্ধের দরশনে।
চাহিনা সরবত আমি কি করিবে শমনে।।

ভাই বন্ধু সব টাম, মোর এই মনষ্কাম।
বাতাইও প্রিয়ের নাম যাব প্রাণী যখনে।।

আতর গোলাপে কি ফুল মোর গায়ে দি।
কপালে না লিখ কিছু বন্ধের নাম বিহনে।।

জাহেরী আলেম ডাকি, আমায় না করিও দুঃখী।
জানাজা পড়াইও ডাকি ইশকের ফাঁপরগণে।।

শুনরে প্রেমিকগণে, বন্ধু মম হৃদাসনে।
রাখ লাশ সযতনে কবর দান সাবধানে।।

লহদ তৈয়ার করি, প্রেমিকের হাতে ধরি।
আদরে রাখিও লাশ মম প্রিয়ের শ্রীচরণে।।

মোর কিবা সাধ্য প্রাণ, করি প্রেম আলাপন।
ছালামের ছলে বসি কহে প্রিয়ে হৃদাসনে।।

লেখক : আবদুস সালাম ভূজপুরী

প্রাণ পাখি যাবে যবে