নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন

নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন। নানা নাড়ে পালাইয়ে বাড়াইলে যাতন।। রবি শশী তারা বেশে, জ্যোতিময় হৈ আকাশে। আর্শ কুর্ছি ত্রিভুবন করিলে রোশন।। গিয়ে পুনঃ স্বর্গ স্থানে, রম্ভা কিবা দেবগণে। স্বর্গ সাজাইতে কত দিয়াছ ভূষণ।। আদমির বেশ ধৈরে, পুনঃ এসে ভব তরে। কত রঙ্গ দেখাইলে, প্রেমের কারণ।। পুনঃ কুঞ্জবনে গিয়ে, পুস্প রঙ্গে বিকশিয়ে। নিজ সুসৌরভে […]

নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন।
নানা নাড়ে পালাইয়ে বাড়াইলে যাতন।।

রবি শশী তারা বেশে, জ্যোতিময় হৈ আকাশে।
আর্শ কুর্ছি ত্রিভুবন করিলে রোশন।।

গিয়ে পুনঃ স্বর্গ স্থানে, রম্ভা কিবা দেবগণে।
স্বর্গ সাজাইতে কত দিয়াছ ভূষণ।।

আদমির বেশ ধৈরে, পুনঃ এসে ভব তরে।
কত রঙ্গ দেখাইলে, প্রেমের কারণ।।

পুনঃ কুঞ্জবনে গিয়ে, পুস্প রঙ্গে বিকশিয়ে।
নিজ সুসৌরভে হৈলে ভুবন মোহন।।

অলির আকৃতি ধৈরে, গুন গুন রব কৈরে।
পুস্প প্রেমে মৈজে কত করিলে ভ্রমণ।।

এসে মাওলানার ছলে, আপ্ত প্রেমে আপে খেলে।
মকবুলেরে বানাইলে কলঙ্কের ভাজন।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

নিত্য নব দেখা দিয়ে মজাইলে মন