দয়াল গুরুর অপার দয়া

দয়াল গুরুর অপার দয়া আমি দয়ার পাত্র নই, কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই।। দেখা দিতে সঙ্গে ফিরে, আমি কভু চাইনা ফিরে। কাম কাঞ্চনের ফান ফিকিরে সদা দূরে দূরে রই।। জানতেম সত্য সরলতা, দেখা দিয়ে কইত কথা, ঘুচাইত প্রাণের ব্যথা ছেলের মত কোলে লই।। রমেশের মনকে সামলাইতে, পারলেম না আর কোন মতে, ভক্তিশূন্য […]

দয়াল গুরুর অপার দয়া আমি দয়ার পাত্র নই,
কি দিয়ে করিবে দয়া আমি তারে ডাকি কই।।

দেখা দিতে সঙ্গে ফিরে,
আমি কভু চাইনা ফিরে।
কাম কাঞ্চনের ফান ফিকিরে সদা দূরে দূরে রই।।

জানতেম সত্য সরলতা,
দেখা দিয়ে কইত কথা,
ঘুচাইত প্রাণের ব্যথা ছেলের মত কোলে লই।।

রমেশের মনকে সামলাইতে,
পারলেম না আর কোন মতে,
ভক্তিশূন্য অবিদ্যাতে মনে মনে রাজা হই।।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

দয়াল গুরুর অপার দয়া