জাগাও প্রাণে একত্বের প্রেরণা

জাগাও প্রাণে একত্বের প্রেরণা ওহে বিশ্বময়, মম প্রতি ধমনীতে একত্ব নূরেতে যেন নিনাদিত হয়। গ্রহ উপগ্রহ আকাশে বাতাসে, একত্ব মহিমা দিবানিশি ঘোষে, জল কল্লোলে তরঙ্গ হিল্লোলে গাহিছে একত্বের জয়। মধুময় তোমার একত্ব বিধানে, এবিশ্ব ধাবিত একত্ব সাধনে, যোগী ঋষি অলি আছে যোগ্য ধ্যানে পাইতে একত্বাশ্রয়। হিংসা দ্বেষ দ্বৈত কালিমা মুছায়ে, নির্মল করহে একত্ব দানিয়ে, যেন […]

জাগাও প্রাণে একত্বের প্রেরণা ওহে বিশ্বময়,
মম প্রতি ধমনীতে একত্ব নূরেতে যেন নিনাদিত হয়।

গ্রহ উপগ্রহ আকাশে বাতাসে,
একত্ব মহিমা দিবানিশি ঘোষে,
জল কল্লোলে তরঙ্গ হিল্লোলে গাহিছে একত্বের জয়।

মধুময় তোমার একত্ব বিধানে,
এবিশ্ব ধাবিত একত্ব সাধনে,
যোগী ঋষি অলি আছে যোগ্য ধ্যানে পাইতে একত্বাশ্রয়।

হিংসা দ্বেষ দ্বৈত কালিমা মুছায়ে,
নির্মল করহে একত্ব দানিয়ে,
যেন অভেদ দোলায় দুলিয়ে জীবন যাপিতে হয়।

লেখক: কবিয়াল রমেশ শীল

error:

জাগাও প্রাণে একত্বের প্রেরণা