চিননিরে পাপী মন পিরিতি কেমন।
নহে ফলমত নহে ফুলের মতন।।
নহে বৃক্ষ লতা পাতা, নহে সেই মুখের কথা।
লিখা নাহি যায় কভু না যায় পড়ন।।
নহে সেই জর্দ্দ লাল, নহে গোড়া নহে কাল।
জ্বিনপরী নহে, নহে মানুষের লক্ষণ।।
চিনিতে চাহিলে তাঁরে, যাই দেখ মাইজভাণ্ডারে।
এ দাস ছালাম তাঁরে বর্ণিব কেমন।।