কেবা ‘তুমি’ কেবা ‘আমি’ কে করে তার পরিচয়,
‘আমি’ নামে দীন দুঃখী, ‘তুমি’ নামে মহাশয়।
তুমি আমি দুই কি এক,
সে বুঝিতে পারিবেক,
তাওহিদের স্কুলে যেবা ধর্ম-জ্ঞানের ডিগ্রী লয়।।
একত্বে বাহুল্য ছিল,
এইভাবে যুগান্ত গেল,
বহুর মধ্যে একের খেলা এখন জগতে হয়।।
একেতে বহুলের মেলা,
বহুর মধ্যে একের খেলা,
তুমি আমি কথার কথা এক বিনা দ্বিতীয় নয়।।
মাটিতে আদম সৃষ্টি,
কে তাতে করিল দৃষ্টি,
কে তাতে গোপনে বসি সাধারণের সেজদা লয়।।
‘রব্বে আরেনি’ কে বলিল,
‘লনতারাণী’ উত্তর পেল,
কারে দেখি মুছা নবী মুর্ছাগত হয়ে রয়।।
নবীজী মে’রাজের রাতে,
জানি না গেলেন কোথাতে,
তুমি বল ‘আর্শ তোমার স্থাপিত মানব হৃদয়’।।
তুমি কর্তা ইচ্ছাময়,
সব তোমার ইঙ্গিতে হয়,
জানি না জগতবাসী কেন মোরে দোষী কয়।।
বুঝতে হলে তত্ত্ব সার,
ত্বরা চল মাইজভাণ্ডার,
করিমে কয় তথা গেলে সব গোলের মীমাংসা হয়।।