কাষ্ঠের উপর চামড়া দিয়া
কে বানাইল ঢোল
সেই ঢোলেরে কে শিখাইল
আল্লাহ্ আল্লাহ্ বোল ॥

আশেক নাচে ঢোলের তালে
রূপনগরে মস্তি হালে
মিঠে না তার প্রেম-তৃষা
ভাবেতে আকুল ॥

তালে সৃষ্টি বিশ্ব ভূবন
তালে চলে হৃদে কাঁপন
দেহঘড়ি বেতাল হলে
বাধে গণ্ডগোল ॥

গফুর হালী সাঁঝ-সকালে
জপরে নাম ঢোলের তালে
তালের মন্ত্র যে শিখাইল
ভাণ্ডারে তার মূল ॥

রচয়িতা: আব্দুল গফুর হালী

কাষ্ঠের উপর চামড়া দিয়া