একি শুনি ভবে নাই আমার মাওলাধন

একি শুনি ভবে নাই আমার মাওলাধন, রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন। মনকে বুঝাতে না’রি, কেমনে বা প্রত্যয় করি, মরিয়া পুনঃ জিয়ে যারা, তাদের আবার কি মরণ। কুরআনেতে বিভূ কয় আউলিয়া অমর হয়, মরিয়া গেছে এই কথাটি বলনারে বন্ধুগণ। বাবাজী মেরাজে গেছে, আরশে পড়ি বসা আছে, প্রাণের চক্ষে চাহে যারা পায় বাবার দরশন। মনকে […]

একি শুনি ভবে নাই আমার মাওলাধন,
রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন।

মনকে বুঝাতে না’রি, কেমনে বা প্রত্যয় করি,
মরিয়া পুনঃ জিয়ে যারা, তাদের আবার কি মরণ।

কুরআনেতে বিভূ কয় আউলিয়া অমর হয়,
মরিয়া গেছে এই কথাটি বলনারে বন্ধুগণ।

বাবাজী মেরাজে গেছে, আরশে পড়ি বসা আছে,
প্রাণের চক্ষে চাহে যারা পায় বাবার দরশন।

মনকে বুঝায়ে রাখি, বুঝে না এ পোঁড়া আঁখি,
অশ্রুধারা প্রবাহিত তাই সদা সর্বক্ষণ।

বাবা তুমি মর নাই, রয়েছ আড়ালে যাই,
বিচ্ছেদ বিরহ জ্বালা, কুহুরিছে দাসগণ।

বাবা তোমার পায়ে পড়ি, লক্ষ লক্ষ সজিদা করি,
সতত করিমে যেন পায় বাবার দুই চরণ।

লেখক : বজলুল করিম মন্দাকিনী

error:

একি শুনি ভবে নাই আমার মাওলাধন