আয় মেরা নাইয়া গুরু জী

আয় মেরা নাইয়া, গুরু জী পেয়ারে। হাতে নাই কড়ি, পার কর মোরে।। তরঙ্গ দেখি, কম্পন থর্ থর্। হু হু করিছে, তরঙ্গ লহরে।। জীবন ছুরজ, ডুবিয়ে যায় গো। একবার দয়া, কর আমারে।। সৈন্ধ্যাকা ফাঁড়ি, তুফান ভারি। কুম্ভিরে করে, খেলা সাগরে।। গম্ভিরে গর্জে, দেবতা হারদম্। হিয়া ফাটে মোর, ইয়ে ছবকা ডরে।। গুরু জী মাওলা, কৃপাছে হাম্ কো। […]

আয় মেরা নাইয়া, গুরু জী পেয়ারে।
হাতে নাই কড়ি, পার কর মোরে।।

তরঙ্গ দেখি, কম্পন থর্ থর্।
হু হু করিছে, তরঙ্গ লহরে।।

জীবন ছুরজ, ডুবিয়ে যায় গো।
একবার দয়া, কর আমারে।।

সৈন্ধ্যাকা ফাঁড়ি, তুফান ভারি।
কুম্ভিরে করে, খেলা সাগরে।।

গম্ভিরে গর্জে, দেবতা হারদম্।
হিয়া ফাটে মোর, ইয়ে ছবকা ডরে।।

গুরু জী মাওলা, কৃপাছে হাম্ কো।
করহ পার নেও পারে।।

নিরাশ্র মকবুল, হায় তোমহারা।
ছাহারা নাই, বিনে তোমহারে।।

লেখক: আবদুল গণি কাঞ্চনপুরী

error:

আয় মেরা নাইয়া গুরু জী